বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০১:৫৫:৫৯

গুলশান হামলা, সেই হাসনাত ও তাহমিদ গ্রেফতার

গুলশান হামলা, সেই হাসনাত ও তাহমিদ গ্রেফতার

নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা থেকে মুক্তি পাওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গত রাতে গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। তাদের আদালতে পাঠানো হয়ছে।

তিনি আরও জানান, গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে বুধবার সন্ধ্যা ৭.২৫ মিনিটে হাসনাতকে গ্রেফতার করা হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

এ দুজনকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে বৃহস্পতিবার হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। -বাংলা ট্রিবিউন
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে