বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৩:২৬:৫৬

রিজভীকে সুযোগ দেয়ার অনুরোধ মির্জা ফখরুলের

রিজভীকে সুযোগ দেয়ার অনুরোধ মির্জা ফখরুলের

ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নিরাপদে আদালতে আত্মসমর্পণের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি কেবল হয়রানির উদ্দেশ্যে এ মামলায় রিজভীর নাম জড়ানো হয়েছে।  তাকে হয়রানি না করে নিরাপদে কোর্টে আত্মসমর্পণের সুযোগ দিন।

তিনি বলেন, সবগুলো ‍মামলায় জামিনে থাকা সত্ত্বেও যে মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এফআইআরে তার নাম ছিল না। মামলার এজহারে যখন তার নাম অন্তর্ভুক্ত করা হয় তখনো বিষয়টি তার আইনজীবীকে জানানো হয়নি।

এর আগে সকালে রাজধানীর পল্টন থানার দুই মামলা ও যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত।

পৃথক আদালতে মামলা তিনটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার।
৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে