ঢাকা : রাজধানীর শুক্রবাদের একটি চারতলা বাড়ি থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
ওই ভবনে জামিয়াতুস সালিহীন মাদ্রাসাও রয়েছে। আটককৃতদের মধ্যে দু’জন মাদ্রাসার শিক্ষক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালয়ে তাদের আটক করা হয়।
এর আগে খবর পাওয়া যায় শুক্রবাদে অভিযান চালিয়ে ৯ জনের আটকের কথা। এ সংখ্যা বেড়ে হয়েছে ১২ জনে।
তেজগাঁও জোনের এডিসি আনিসুর রশিদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভবনটিতে অভিযান চালানো হয়। চারতলার এ ভবনটিতে মাদ্রাসার পাশাপাশি মেস বাসাও রয়েছে।
ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি রুমে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাড়া থাকতেন। মূলত ওই মেস বাসায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে সন্দেহভাজন হিসেবে মেস বাসার শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকসহ ১২ জনকে আটক করা হয়েছে। ওই বাসায় তাদের সঙ্গে থাকা কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে তাদের মোবাইলে বাঁশেরকেল্লাসহ বেশকিছু উগ্রবাদীর সংগঠনের ভিডিও ও ছবি পাওয়া গেছে। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে।
পুলিশের হাতে আটককৃততের মধ্যে একজনের নাম শাহিরুন হুদা। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির (ইইই) ১১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা ১২ জন শিক্ষার্থী একসঙ্গে থাকতেন।
৪ আগস্ট,২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম