ঢাকা : বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেছেন, ঐক্য করতে নয়, চলমান পরিস্থিতি নিয়েই আলাপ-আলোচনা করতে তার বাসভবনে গিয়েছিলাম।
৫ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়াকে বলেছি জাতির নেতৃত্ব দিতে চাইলে এখনি ঘোষণা দিতে হবে জামায়াত ২০ দলের জোটে নেই।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবাষির্কীর দিন জন্মদিন পালন করা যাবে না, যদি তা আসল জন্মদিনও হয়।
৪ আগস্ট রাতে খালেদা জিয়ার সঙ্গে গুলশানের ২নং সার্কেলের ৭৯ নম্বর সড়কে তার বাসভবন ‘ফিরোজা’য় বৈঠক করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম