শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৬:৩৭:১৭

নতুন খেলা শুরু করেছেন খালেদা জিয়া : হানিফ

নতুন খেলা শুরু করেছেন খালেদা জিয়া : হানিফ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জঙ্গিবিরোধী ঐক্যের ডাক দিয়ে নতুন খেলা শুরু করেছেন বলে মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৭তম শুভ জন্মদিন উপলক্ষ্যে সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।  

এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।

হানিফ বলেন, গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর যখন দেশের সাধারণ মানুষ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে তখন নতুন করে বিএনপি নেত্রী রাজনৈতিক অঙ্গনে খেলা শুরু করেছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, তিনি তো এ ঘটনাকে রক্তাক্ত অভ্যুত্থানই বলবেন? কারণ তিনি এ রকম ঘটনাকে সমর্থন করেন।  এজন্য অভ্যুত্থান বলে আখ্যায়িত করে প্রকান্তরে এ ঘটনাকে সমর্থন করেছেন।

তিনি বলেন, এরপর যখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন, তখন দুদিন পর খালেদা জিয়াও জাতীয় ঐক্যের কথা বললেন।

হানিফ বলেন, দেশবাসীও জিজ্ঞাসা করে আপনি কিসের ঐক্য চান? আমরা তো বহুবার বলেছি, আপনার সাথে ঐক্যের প্রয়োজন নেই।  ঐক্যের ধোঁয়া তুলে এক মাস শুধু আপনার দল খবরের কাগজেই আছে।  এটাই আপনার সফলতা।

জাতীয় ঐক্য নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে খালেদা জিয়ার সাক্ষাতের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশে কিছু তথাকথিত সুশীল সমাজ আছেন, যারা খালেদা জিয়ার এ কথা শুনে আগ বাড়িয়ে তার সাথে দেখা করতে গেলেন।  এরপর এক মাস জাতীয় ঐক্যের ধোঁয়া তুলে প্রতিদিন নিউজ করাচ্ছেন।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে