ঢাকা : রাজধানীতে আজ জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম।
মিছিলটি পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে আবার উত্তর ফটকে এসে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন ছিলেন।
বিক্ষোভের আগে এক সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের শুরু থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছে।
চলমান সন্ত্রাসের জন্য বস্তুবাদী শিক্ষাব্যবস্থাকে দায়ী করে কোরআন-হাদিসের আলোকে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন করার দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের নেতা আবদুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, আবদুল করিম, শেখ গোলাম আসগর, শওকত আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দেশের শান্তি ও ঐক্য কামনা করে মোনাজাত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জামিয়া মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম