শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১০:৪৭:২৯

শেখ হাসিনার পাশে থাকবো : নাজমুল হুদা

শেখ হাসিনার পাশে থাকবো : নাজমুল হুদা

ঢাকা : জঙ্গি দমনে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বিএনপির সাবেক নেতা এবং বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।  জঙ্গি ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি।  জঙ্গিবাদের বিরুদ্ধে তার দল এ মানববন্ধনের আয়োজন করে।

প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা।  ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তথ্যমন্ত্রী এবং ২০০১ সালে ক্ষমতায় এলে যোগাযোগ মন্ত্রী হন নাজমুল হুদা।

বিভিন্ন সময় দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কথা বলায় দল থেকে বহিষ্কার হন তিনি।  কয়েক দফা দল গঠনের পর এখন বিএনএ জোট নিয়ে কাজ করছেন নাজমুল হুদা।

বর্তমানে তিনি দল ও জোট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে জোটে না গেলেও ১৪ দলের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকারের অনেকটা কাছে ভিড়েন বিএনপির সাবেক প্রভাবশালী এ নেতা। সম্প্রতি খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আবারো আলোচনায় এসেছেন নাজমুল হুদা।

নাজমুল হুদা বলেন, জঙ্গি নির্মূলে একটি গোষ্ঠী জাতীয় ঐক্যের নামে জাতিকে বিভ্রান্ত করেছে।  জঙ্গি দমনে প্রধানমন্ত্রী ঐক্যের যে কর্মসূচি দিয়েছেন, আমরা তার পাশে আছি।  

তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই একটি গোষ্ঠী জঙ্গিবাদী তাণ্ডব চালিয়ে যাচ্ছে।  এতে মদদ দিচ্ছে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল।

তিনি বলেন, এ মুহূর্তে দেশ ও জাতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনার সব দেশপ্রেমিক নাগরিককে ইস্পাত দৃঢ় ঐক্য ধারণ করতে হবে।  এ ঐক্যের কোনো বিকল্প নেই।

নাজমুল হুদা বলেন, যারা আল্লাহর সৃষ্টি জীবকে হত্যা করছে তারা নরকে যাবে।  এ জন্য স্বাধীনতাযুদ্ধের মতো জঙ্গিবিরোধী কবিতা ও গান প্রতিটি গ্রামেগঞ্জে পৌঁছে দিতে হবে।  

সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল-আযাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে