শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ১১:১১:২৪

সেনা কর্মকর্তার মাকে হত্যা করার কারণে গ্রেফতার এক

সেনা কর্মকর্তার মাকে হত্যা করার কারণে গ্রেফতার এক

স্পোর্টস ডেস্ক: রাজধানীর উত্তরায় সেনা কর্মকর্তার মাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আজ শনিবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানা যায়। পরে মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ ব্রিফিং করবে র‍্যাব।গত ৪ জুন উত্তরায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় মনোয়ারা বেগম নামে ওই বৃদ্ধাকে।
০৬ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে