শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০২:৪৬:১১

‘আমি বিএনপি’কে বলব, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান’

‘আমি বিএনপি’কে বলব, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান’

 নিউজ ডেস্ক: আজ শনিবার শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য দিতে বলেছেন, আমি বিএনপি’কে বলব, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান।

এরপর মন্ত্রী বিএনপিকে উদ্দশ্যে করে আরও বলেন, কোনো বন্যাকবলিত এলাকায় আপনাদের কোনো টিম বা কোন নেতাদের আজ পর্যন্ত দেখলাম না।

মন্ত্রী আরও বলেন, আমরা দুর্গতদের মঝে ত্রাণ দিতে এসেছি, রাজনীতি করতে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা টেলিভিশন ক্যামেরার সামনে চেহারা দেখাতে আসেনি।

চলতি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘর-বাড়ি হারিয়েছেন তাদের এখন এবং ভবিষতেও সহযোগিতা করা হবে। আ’লীগ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়-তাদের সাহায্য করে। আর এটাই হচ্ছে আ’লীগের রাজনীতি এমনটাও বলেছেন বাংলার এই মন্ত্রী।

এর আগে মন্ত্রী বন্যাকবলিত মানুষদের মাঝে চার কেজি করে চাল, দু’কেজি আলু, ৫শ’ গ্রাম ডাল, তেল, খাবার স্যালাইন, রুটি, নগদ টাকা বিতরণ করেন।
০৬ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে