শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৬:৫৯:২৪

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, ফলাফলের সাথে প্রাপ্ত নম্বরও

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, ফলাফলের সাথে প্রাপ্ত নম্বরও

ঢাকা : এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, এবার থেকে ফলাফলে জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও দেয়া হবে।

শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান।

তিনি বলেন, এ বছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে।  জিপিএ’র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বরও আলাদাভাবে দেয়া থাকবে।

এ পদ্ধতি চালু হলে পরীক্ষার্থীরা পরীক্ষার প্রতিটি অংশের নম্বর আলাদাভাবে জানতে পারবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, ১৮ আগস্ট এইচএসসি প্রকাশের অপেক্ষায় থাকা ফলাফলে নম্বরসহ দেয়া হবে।  এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।

উল্লেখ্য, আগে ফলাফলে শুধু জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেড প্রকাশ করা হয়।  নম্বরশিট পেতে হলে আলাদা করে শিক্ষাবোর্ডে আবেদন করতে হত।
এবার থেকে আর সে নিয়ম থাকছে না।
৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে