নিউজ ডেস্ক : বিএনপির নতুন জাতীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং প্রখ্যাত চলচ্চিত্রকার, সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন এ জাতীয় নির্বাহী কমিটিতে মনির খানকে দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং গাজী মাজহারুল আনোয়ারকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পদ দেয়া হয়েছে।
গাজী মাজহারুল আনোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জিয়াউর রহমান সরকারের সময় থেকেই। জাসাসের সভাপতিও ছিলেন তিনি।
আর মনির খান এর আগে কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই