রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০৪:২৩:৫৫

তামিমের খোঁজে পশ্চিমবঙ্গে তল্লাশি

তামিমের খোঁজে পশ্চিমবঙ্গে তল্লাশি

তারিক হাসান: গুলশান হামলার অন্যতম সন্দেহভাজন তামিম আহমেদ চৌধুরী ও তার চার সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য পুলিশের পাশাপাশি তল্লাশিতে নেমেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও।

সতর্ক রয়েছে অন্য গোয়েন্দা সংস্থাগুলোও। যদিও ভারতের স্বাধীনতা দিবসের আগে তামিম ও তার সঙ্গীরা যদি পশ্চিমবঙ্গে ঢুকেই থাকে, তাহলে কেন এসেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতের গোয়েন্দা সংস্থাগুলি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তামিম ও তার ৪ সঙ্গী নাম ভাঁড়িয়ে, হুলিয়া বদলে পশ্চিমবঙ্গে ঢুকে লুকিয়ে থাকতে পারে এমন একটি খবর পাঠিয়েছে। তারপর থেকেই সতর্কতা অবলম্বন করেছে পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন।

জানা গেছে, এরাজ্যে ঢুকেই যদি থাকে তাহলে কী মতলবে তামিম ও তার ৪ সঙ্গী পশ্চিমবঙ্গে এসেছে তা খুব স্পষ্ট নয়। তাদের কী পশ্চিমবঙ্গেও কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে? তা জানার চেষ্টা করছে পুলিশ, গোয়েন্দারা। জানা গেছে, তামিম ও তার সঙ্গীরা এরাজ্যে যদি এসেই থাকে তাহলে কাদের মাধ্যমে এরাজ্যে আশ্রয় নিয়েছে বা নিতে চলছে তা জানা খুবই প্রয়োজনীয়।

সেটা জানা গেলেই তারা কোথায় লুকিয়ে থাকতে পারে তার একটা ধারণা পাওয়া সম্ভব। যদিও গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে তামিম ও তার ৪ সঙ্গী পশ্চিমবঙ্গে ঢুকে এসেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমনও হতে পারে তারা পরে ঢুকবে। তাই বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই কারণে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নজরদারি, তল্লাশি চালাচ্ছে বি এস এফ জওয়ানরা। পাশাপাশি এরা বারতে ঢুকে অন্য কোনও রাজ্যে লুকিয়ে আছে কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে।-ইত্তেফাক

৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে