রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০৬:২১:৫৪

বছরের সেরা তামাশা বিএনপির : ওবায়দুল কাদের

 বছরের সেরা তামাশা বিএনপির : ওবায়দুল কাদের

ঢাকা : বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিকে বছরের সেরা তামাশা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  এ কমিটিকে অগণতান্ত্রিক ও দলের সংবিধান লঙ্ঘন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই  সদস্য।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ছাত্রী সমাবেশে এসব কথা বলেন তিনি।  

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ৫০২ সদস্যের কমিটি গণতন্ত্র উদ্ধার করবে।  বিএনপির প্রতি প্রশ্ন, ৫০২ সদস্যের কমিটিতে কারা আছেন? বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তো ৩৫১ সদস্যের কমিটি থাকার কথা।  এবারের সম্মেলনে আরো ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগণতান্ত্রিক কমিটি দিয়ে কথিত গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। বিএনপির এই কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে বছরের সেরা তামাশা।

কাদের বলেন, বিএনপির সঙ্গে ঐক্য অসম্ভব।  ‘১৫ আগস্ট আমরা শোক দিবস পালন করি।  আর বিএনপি নেত্রী ১৫ আগস্ট আনন্দের সঙ্গে কেক কাটবেন এটা কীভাবে সহ্য করবো?

সেতুমন্ত্রী বলেন, পিতার হত্যাকারীদের কারা পুনর্বাসিত করেছে, কারা ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউকে রক্ত বন্যায় ভাসিয়েছে তা সবাই জানে। তবু ছেলের মৃত্যুতে শেখ হাসিনা সমবেদনা জানাতে গেলে তাকে ঘরে ঢুকতে দেননি খালেদা।

এ সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও শেখ কামালের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ করার সুবাদে বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে বেশ ক’বার দেখার সুযোগ হয়েছে আমার।  

সংগঠনের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক  এস এম জাকির হোসাইন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সসহ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রী হলের নেতাকর্মীরা।
৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে