সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৩:২৩:১৭

পদত্যাগের হুমকি নোমান অনুসারীদের

পদত্যাগের হুমকি নোমান অনুসারীদের

চট্টগ্রাম: বিএনপির সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমানকে দলের স্থায়ী কমিটির সদস্য না করায় ক্ষোভে ফুঁসছেন তার নিজের এলাকা চট্টগ্রামের নেতাকর্মীরা। তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করা না হলে প্রয়োজনে দল থেকে গণপদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন তার অনুসারীরা।

ওই সব নেতাকর্মী বলছেন, নোমান শুধু দলের সিনিয়র নেতাই নন, আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাও। তাই তাকে মূল্যায়ন করা না হলে তারা দল ছাড়তে বাধ্য হবেন।' তবে এ সিদ্ধান্ত নেওয়ার আগে দলের হাইকমান্ডকে আরও সময় দিতে চান নোমান সমর্থকরা।

নোমান সমর্থকসহ বিএনপির সাধারণ নেতাকর্মীরা আশা করেছিলেন, নতুন কমিটিতে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হবেন। কিন্তু শনিবার দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর তারা আশাহত ও হতবাক হন। এরপর দাবি আদায়ে একাট্টা হতে থাকেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম সভাপতি ও নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছাত্তার বলেন, 'আবদুল্লাহ আল নোমানকে নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তাই আমরা চাই, তাকে যেন দলের স্থায়ী কমিটিতে স্থান দেওয়া হয়।

এজন্য আমরা দলের চেয়ারপারসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।' তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিট পর্যায়ে সদস্য ছিলেন না এমন ব্যক্তিকে দলের কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। সিনিয়র-জুনিয়রের বিষয়টি ভাবা হয়নি। ফলে এখন এলাকায় রাজনীতি করাই যাবে না বলে মনে হয়।'

নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ সবুর বলেন, 'চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানকে ছাড়া বিএনপির রাজনীতি ভাবাই যায় না। দলের এ নেতাই কেবল তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ-খবর রাখেন। তাকে মূল্যায়ন করে দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা না হলে আমরা দল থেকে গণপদত্যাগ করতে বাধ্য হবো।'

অভিন্ন মন্তব্য করেন নগর বিএনপি নেতা মোহাম্মদ অলীও। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির দুটি সদস্য পদ এখনও খালি রয়েছে। বিএনপি চেয়ারপারসন চাইলে আবদুল্লাহ আল নোমানকে তাতে অন্তর্ভুক্ত করতে পারেন।'

আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, 'সাধারণ নেতাকর্মীদের মতো আমিও আশাবাদী ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কেন স্থায়ী কমিটিতে আমার স্থান হয়নি সেটা জানি না।' শনিবার ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যানের তালিকায় পাঁচ নম্বরে রাখা হয়েছে নোমানের নাম।

এদিকে নোমানকে দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে গতকাল বিবৃতি দেন তার অনুসারী বিএনপি নেতারা। বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতার নাম উল্লেখ করে দেওয়া ওই বিবৃতিতে নোমানকে স্থায়ী কমিটিতে স্থান দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি দাবি জানানো হয়।-সমকাল

৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে