বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৩:১৬

ক্রমেই বিলীন হচ্ছে বিএনপি

ক্রমেই বিলীন হচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক : ওয়ান-ইলেভেনের পর জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকে গোপালগঞ্জে বিএনপিসহ শরিক দলের তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। বিএনপি মাঝে-মধ্যে অফিসকেন্দ্রিক কিছু কর্মসূচি পালন করে বটে, কিন্তু এখন আর কোনো কর্মসূচি পালন করতে দেখা যায় না।

বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গোপালগঞ্জের নাম মুছে ফেলা ও গোপালি বলার পর থেকে গোপালগঞ্জে বিএনপির কোনো কর্মসূচি নেই বললেই চলে। এ ছাড়া অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন এবং অনেকে যোগদানের জন্য আওয়ামী লীগ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে। আবার অনেকে গ্রেফতার এড়াতে গাঢাকা দিয়েছেন।

প্রতিষ্ঠার পর থেকে একমাত্র বিতর্কিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বিএনপি কখনো গোপালগঞ্জের কোনো আসনে জয়লাভ করতে পারেনি। ওই সংসদ নির্বাচনেও শুধু কাশিয়ানী-মুকসুদপুর থেকে বিজয়ী হয়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর। এ কারণে বিএনপির রাজনীতি চলছে ঢিমেতালে। বিএনপিতে কর্মীর চেয়ে নেতা বেশি। স্থানীয়ভাবে বিএনপিতে গ্রুপিং বেশি।

এখানে সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, সাইফুর রহমান নান্টু, এম এইচ খান মঞ্জু ও বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের গ্রুপ নামমাত্র কাজ করছে। এখানে গ্রুপিংয়ের কারণে বিএনপির ভোট কমে, বাড়ে না। কারণ এদের মধ্য থেকে যখন যে নির্বাচনে দলীয় মনোনয়ন পান তখন অন্য নেতারা তাকে ভোট কম দেওয়ার রাজনীতি শুরু করেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির ভোট বাড়ছে না।

জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হলেও কেন্দ্র থেকে ২০১০ সালে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কমিটিকে মেয়াদোত্তীর্ণ বলা যাবে না। প্রশাসনের বাধার কারণে কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। সব আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে তিনি জানান।-বিডিপ্রতিদিন
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে