সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৯:৫৪:৫৯

উত্তর কোরিয়ার কূটনীতিককে ঢাকা ত্যাগের নির্দেশ!

উত্তর কোরিয়ার কূটনীতিককে ঢাকা ত্যাগের নির্দেশ!

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়ার একজন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাকে সোমবারের মধ্যে ঢাকা ত্যাগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি কূটনৈতিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

ওই কূটনীতিকের নাম হ্যান সন ইক। তিনি ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসের প্রথম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

শুল্ক কর্মকর্তারা গত মাসে কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের তামাক ও বৈদ্যুতিক সরঞ্জাম আটক করেন। উত্তর কোরিয়া দূতাবাসের ওই কূটনীতিক যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এসব সামগ্রী এনেছিলেন।

এ ঘট্নার পর অবৈধভাবে পণ্য আমদানির দায়ে অভিযুক্ত ওই কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের কাছে চিঠি পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড।

এর আগে গত মার্চে উত্তর কোরিয়ার আরও একজন কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। ১ দশমিক ৪ মিলিয়ন ডলার সমমূল্যের সোনা চোরাচালানের ঘটনায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। সন ইয়াং ন্যাম নামের দূতাবাসের ওই প্রথম সচিব ২৭ কেজি সোনা চোরাচালানের চেষ্টা করেছিলেন। -বাংলা ট্রিবিউন
০৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে