নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাজনীতিতে এলে ভালো করবেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ বিএনপি’র স্থায়ী কমিটি গঠন নিয়ে প্রসঙ্গ উঠলে তিনি এ মন্তব্য করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির দুটি পদ এখনও শূন্য রয়েছে। এ দুটি পদ খালেদা জিয়া হয়তো তার দুই ছেলের বউয়ের জন্য রেখেছেন।’
এসময় অন্য মন্ত্রীরা মন্তব্য করতে থাকলে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে (জোবাইদা) শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’
প্রশংসাকালে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মোশাররফ হোসেনকে উদ্দেশ করে বলেন,‘তিনি তো আবার উনারও (জোবায়দা) আত্মীয়।’ তখন মন্ত্রিসভায় অনেকে কৌতূহল প্রকাশ করলে মোশাররফ হোসেন জানান, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের চাচার শ্যালিকার মেয়ে। সম্পর্কে খালাতো বোন হন।’
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির কমিটিতে ১৯টি পদের মধ্যে ১৭টি পূরণ হয়েছে। শূন্য রয়েছে দুটি পদ রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন
০৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম