ঢাকা : বিএনপির কমিটি গঠনে গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে দাবি করে চেয়ারপারসনের পদ থেকে বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্নও তোলেন দলটির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদা।
নাজমুল হুদা এখন আলাদা দল গড়ে আওয়ামী লীগের সঙ্গে আছেন।
নাজমুল হুদা বলেন, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রী গঠনতন্ত্র বলি দিয়ে যে কাজটি করেছেন সত্যিই লজ্জাকর। গঠনতন্ত্র লঙ্ঘন করে ৫০২ সদস্যের কমিটি দিয়েছেন উনি।
তিনি বলেন, তিনি নিজে গণতন্ত্রের কথা বলেন, নিরপেক্ষ সির্বাচন দেয়ার কথা বলেন, অথচ নিজে গঠনতন্ত্রকে এভাবে লঙ্ঘন করতে পারলেন!
অথচ বিএনপির কাউন্সিলে নেতাকর্মীরা সুন্দর কমিটি দেয়ার আশা করে তার হাতে দায়িত্ব অর্পণ করেছিল।
নাজমুল হুদা বলেন, সেই জায়গায় ২০১ সদস্যের কমিটি দেয়ার স্থলে দিয়েছেন ৫০২ সদস্যের। যেখানে উপদেষ্টা পরিষদে থাকার কথা ছিল ২১ জন, করা হয়েছে ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ১৫ জনের জায়গায় করা হয়েছে ১০০-এর বেশি। আমি মনে করি, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব খালেদা জিয়াকে অপসারণ করা।
খালেদা জিয়ার মন্ত্রিসভায় থাকা নাজমুল হুদা একাধিকবার দল থেকে বহিষ্কার এবং ফেরার পর ২০১৪ সালের ৬ জুন সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়েন, তখন তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিএনপিকে পরামর্শ দেয়ার কারণ তুলে ধরে তিনি বলেন, আমি দীর্ঘদিন এ দলে ছিলাম, তাই দলটির প্রতি আমার দুর্বলতা আছে।
বিএনপি ছাড়ার পর ৩১টি দল নিয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা গঠন করেন নাজমুল হুদা। এখন শেখ হাসিনার প্রতি আস্থা জানিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে কর্মসূচি পালন করছেন তিনি।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম