স্পোর্টস ডেস্ক: অধিনায়ক হিসেবে কোহলি সব সময়ই জিততে চায়। তার ফ্যাশন ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির কারণে হয়তো মাঝে মাঝে ভারতকে হারতে হয়। কিন্তু ও জেতার জন্যই সবর্দা মাঠে নামে।
বিরাট কোহলির এমন মানসিকতা ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে মজেছেন ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
গতকাল মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি বিরাটের বড় ভক্ত।’
সৌরভের কাছে ভালো নেতৃত্বের গুণ বিদেশে টেস্ট জেতা৷ তাই বিরাটকে ভালো অধিনায়ক হওয়ার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে হবে বলে মনে করেন তিনি৷
আসন্ন দক্ষিণ আফ্রিকার ভারত সফর নিয়ে সৌরভ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে লড়াই হবে৷ ওরা ভালো দল৷ ওদের ২০টি উইকেট নেওয়ার বোলার রয়েছে৷ আর ভারত সম্প্রতি শ্রীলঙ্কায় ভালো খেলেছে৷ আশা করি সিরিজে লড়াই হবে৷’
উল্লেখ্য, ভারতের মাটিতে তিনটি টি-২০, পাঁচটি ওয়ান ডে ছাড়াও চার টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা৷ শুক্রবার ধরমশালায় প্রথম টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করছে প্রোটিয়াবাহিনী৷ সূত্রঃ এনডিটিভি
৩০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু