বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৮:১৬:১০

অবসর নিতে পারেন নেইমারও!

অবসর নিতে পারেন নেইমারও!

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে খেলানোর জন্য কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলান নি ব্রাজিল। কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল। অলিম্পিকে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল। এখন গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

ঘরের মাঠে ব্রাজিলের এমন পারফরম্যান্সে নেইমার সহ পুরো ব্রাজিল দলকে নিয়ে এখন চলছে সমালোচনা।

এমন পরিস্থিতিতে অলিম্পিকে ব্রাজিল দলের কোচ রোজারিও মিকালে সতর্ক করে দিয়ে বলেছেন, ভক্তরা যদি নেইমারের প্রতি যথাযথ সম্মান দেখাতে না পারেন তাহলে নেইমার আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিতে পারেন।

তিনি বলেন, নেইমার একদিন বিশ্বসেরা খেলোয়াড় হবে। আমাদের তাকে সম্মান করা উচিত। বয়সে সে একেবারেই তরুণ। আমি জানি, অনেক সময় সে এমন আচরণ করে যা আমরা মেনে নিতে পারি না। কিন্তু ওই বয়সে আমরা কি একই কাজ করতাম না?

রোজারিও বলেন, আমরা যদি আমাদের সেরা খেলোয়াড়দের সম্মান না করি তাহলে তারা আমাদের সঙ্গে থাকতে নাও চাইতে পারে। নেইমারের বয়স মাত্র ২৪ বছর। সে এখনও পরিণত হয়ে উঠেনি। সাধারণত ২৮ বছর বয়সে একজন খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে পরিণত হয়ে উঠে।

প্রসঙ্গত, চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে