বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৮:৩৮:৩৩

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল জিম্বাবুয়ে

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে (১১৭ রানে)। দ্বিতীয় টেস্টেও ২৫৪ রানে হেরে গেছে তারা। শেষ টেস্টে ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে কিছুটা লড়াই করেছে স্বাগতিকরা। সেই লড়াই খুব একটা কাজে দেয় নি। দুই ম্যাচের এই সিরিজে কিউইদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেল জিম্বাবুয়ে।

বুধবার ৩ উইকেটে ৫৮ রান নিয়ে বুলাওয়ে টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু শেষ দিনে তাদের ইনিংস থামে ১৩২ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মাওয়ো। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। তিরিপানোর ২২ ও চিবাবার ২১ রানও দলের পরাজয়ের লজ্জা এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট পকেটে পুরেছেন দুজন বোলার, ইশ শোধি ও মার্টিন গাপটিল। আর একটি করে  উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেল ওয়াগনার। প্রথম ইনিংসে ১১৩ ও দ্বিতীয় ইনিংসে ৬৮* রানের ইনিংস খেলার সুবাদের ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজসেরার পুরস্কার উঠেছে ওয়াগনারের হাতে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৮২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ৩৬২ রানে। আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৬৬ রানে ফের ইনিংস ঘোষণা করে কিউইরা। জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৭ রানের। জবাবে ১৩২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে