বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৯:৫১:০৩

অলিম্পিকের জন্য হিজাব ছাড়ে নি

অলিম্পিকের জন্য হিজাব ছাড়ে নি

স্পোর্টস ডেস্ক : আমি ১০ বছর যাবত হিজাব পরিধান করি। এটা আমি যা ভালোবাসি তা থেকে আমাকে দূরে রাখে নি। আর বিচ ভলিবল হলো আমার প্রিয় এক খেলা। এত বিশাল এক আসরে অনেক জাতির সামনে দেশের পতাকা তুলে ধরতে পারায় আমি গর্বিত।

ব্রাজিলে চলমান অলিম্পিকের আসরে বিচ ভলিবলে অংগ্রহণ করা এক মিশরীয় নারী খেলোয়াড় এসব কথা বলেছেন।

সাধারণত, বিচ ভলিবল কথাটি শুনলেই প্রায় সকলের চোখের সামনে ভেসে ওঠে অল্প কাপড়ের পোশাক গায়ে দেওয়া কিছু নারীর ছবি। সমুদ্র তীরের বালুকণায় অনুষ্ঠিত নারীদের ভলিবল খেলায় অংশ নেয় যারা তাদের শরীরের খুব অল্পই ঢাকা থাকে বস্ত্রে। কিন্তু রিও অলিম্পিকের বিচ ভলিবলে দেখা গেল এবার ভিন্ন চিত্র।

জার্মানির বিপক্ষে খেলায় মিশরের মেয়েরা খেললেন পুরো ইসলামী পোশাকে। যদিও আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন সাধারণত পোশাকের মাপ ও ধরন ঠিক করে দিয়ে থাকে। কিন্তু লন্ডন অলিম্পিক থেকে হাতাওয়ালা জামা ও পায়জামা পরে খেলার অনুমোদন দেয়া হয়।

সংস্থাটির মুখপাত্র বলেন, ১৬৯টি দেশ এবারের বাছাই পর্বে অংশ নেয়। লন্ডন গেমসে নিয়েছিল ১৪৩ দেশ। তাই দেশগুলোর নিজস্ব সংস্কৃতি অনুসরণে ছাড় দেয়া হয়। মিশর এই প্রথম নিজ মহাদেশের বাইরে বিচ ভলিবলে আন্তর্জাতিক পর্যায়ে খেলছে। এর আগে গত এপ্রিলে তারা আফ্রিকান এ প্রতিযোগিতায় শিরোপাও জিতে।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে