স্পোর্টস ডেস্ক: দুইটি টি-টোয়ান্টি ও দুইটি ওয়ানডে ম্যাচ খেলতে গত সোমবার বিকেলে সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে তারা পাকিস্তানের করাচিতে অবস্থানরত রয়েছেন। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কঠোর নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই দল একই হোটেলে অবস্থান করছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল হোটেলে পৌঁছার পর পিসিবির কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটাররাও সফরকারী দলকে উষ্ণ সংবর্ধনা জানান।
এ ব্যপারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, তারা পাকিস্তানে বেশ আরামেই আছেন। এছাড়াও দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার সালমা খাতুনের দল করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে অনুশীলন করেছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেন সামলাবাহিনী। বাংলাদেশ নারী ক্রিকেট দলের আগে পাকিস্তান ক্রিকেট দল একই মাঠে অনুশীলন করেন।
অনুশীলন শেষে সাংবাদিকদের বাংলাদেশ দলের দলনেতা সালমা জানান, ‘‘আমরা এখনে ক্রিকেট খেলতে এসেছি এবং এখানে আমরা ভালো আছি। মনে হচ্ছে আমরা আমাদের দেশেই আছি। আমরা পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। তারা বেশ শক্ত প্রতিপক্ষ।’’
বাংলাদেশ নারী ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।
৩০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু