বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৫:১৪:২৬

অলিম্পিকে প্রথম আমেরিকান মসুলিম নারী

অলিম্পিকে প্রথম আমেরিকান মসুলিম নারী

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে চলমান অলিম্পিকের এবারের আসরে কোনও পদক জিততে না পারলেও অনন্য একটি ইতিহাস গড়েছেন আমেরিকার ইবতিহাজ মুহাম্মাদ। প্রথম আমেরিকান অ্যাথলেট হিসেবে তিনি হিজাব পরেই নামলেন অলিম্পিক মঞ্চে।

ইবতিহাজ বলেন, আমি চেয়েছিলাম সাংস্কৃতিক বাঁধাটা ভাঙতে। মনে হয়ে সেটা করতে পেরেছি। আমার দেশ ও মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। যে এই সংবাদটি পড়বে যে জানবে আমেরিকার মতো দলে একজন মুসলিম নারী থাকার গুরুত্বটা।

তিনি আরও বলেন, খেলাধুলার এই পর্যায়ে, যেখানে সারা বিশ্বের লোক জড়িত সেখানে মেয়েদের হিজাব পরে  অংশগ্রহণ করতে দেখা সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা।

ইবতিহাজের অলিম্পিক মিশনটা অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি। চলতি সপ্তাহের শেষে আবারও আসছেন তিনি; দলগত ফেন্সিংয়ে। এবার তাহলে আবারও তার শৌর্য দেখার অপেক্ষা করা যাক!
১১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে