বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৬:০৯:৩৯

এক বছরেই সর্বকালের সেরা একাদশে মোস্তাফিজ

এক বছরেই সর্বকালের সেরা একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণকারী বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান ২০১২ সালে ফাস্ট-বোলারদের ক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসেন। নিজ শহর সাতক্ষীরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। এরপর তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন দল নির্বাচকমণ্ডলী কর্তৃক ২০১৫ সালের বিশ্বকাপের জন্যও তিনি মনোযোগ আকর্ষণ করেন।

২০১৩-১৪ মৌসুমে খুলনার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আট উইকেট লাভ করেন। এর ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ এ দলের সফরে অন্যতম সদস্য মনোনীত হন। এ সংক্ষিপ্ত সফরের পর অন্যতম সেরা বোলার হিসেবে তিনি বিবেচিত হন ও ধীরে ধীরে বলের বৈচিত্র্যতা বৃদ্ধিতে সচেষ্ট হন। শুরুতে তার বলে পেস কম থাকলেও ২০১৪-১৫ মৌসুমে ১৯.০৮ গড়ে ২৬ উইকেট দখল করেন।

ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় ২৪ এপ্রিল, ২০১৫ তারিখে সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একমাত্র টি২০-তে তাকে দলের সদস্য করা হয়। আন্তর্জাতিক টি২০-তে অভিষেকের এই ম্যাচে তিনি শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট পান। এই ম্যাচে বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি২০ে-তে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সিতে মোট ২ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ২ টেস্টে ১৪.৫০ গড় ও ২.৫৫ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৪টি। ৯ ওয়ানডেতে ১২.৩৪ গড় ও ৪.২৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২৬টি। আর ১৩ টি২০ ম্যাচে ১৩.৯৫ গড় ও ৫.৯৮ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২২টি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও সমান উজ্জ্বল মোস্তাফিজ।

চমক দেখানো পারফরম্যান্সের কারণে তিনি ডাক পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগে(পিএসএলে) লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য। কিন্তু ইনজুরিরর কারণে যেতে পারেন নি তিনি।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) খেলার জন্যও ডাক পান তিনি। আইপিএলে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচ খেলে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট নেন মোস্তাফিজ। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০। আইপিএলের এবারের আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এছাড়াও তিনি ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্স শার্কসের হয়ে খেলার ডাক পান। আইপিএল খেলে আসার পরে ইনজুরির কারণে সাসেক্সের প্রত্যাশিত সময়ে যেতে পারেন নি তিনি। নানা ঝামেলার শেষে তিনি ইংল্যান্ডে পৌঁছান। সাসেক্সের হয়ে অভিষেকের ম্যাচেই তিনি বাজিমাত করেন। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচের পর ইনজুরিতে আক্রান্ত হন তিনি। আজ তার কাঁধের অস্ত্রোপচার হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র এক বছরের মধ্যে সর্বকালের সর্বসেরা একাদশে ঠাঁই পেয়েছেন মোস্তাফিজুর রহমান!
১১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে