বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৬:২৯:১২

অলৌকিকভাবে বেঁচে গেলেন এক ক্রিকেটার

অলৌকিকভাবে বেঁচে গেলেন এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩ বছর ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ। অবস্থার অবনতি হলে তাকে করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়াই রাখা হয়েছে।

বৃহস্পতিবার চিকিৎসকরা হানিফকে মৃতই ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু ৬ মিনিট হৃৎস্পন্দন বন্ধ থাকার পরেও দেখা যায় তিনি জীবিত রয়েছেন। এখনো তাকে আইসিইউতে(ইনটেনসিভ কেয়ার ইউনট) রাখা হয়েছে।

সকলেই তাকে মৃতই ধরে নিয়েছিল। কিন্তু ওই অবস্থা থেকে অলৌকিকভাবেই বেঁচে ফিরলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ। তবে এখনো তিনি পাকিস্তানের করাচির একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হানিফের ছেলে শোয়েব মোহাম্মদ। তিনি বলেন চিকিৎসকরা ঘটনাক্রমে তার বাবাকে মৃত ঘোষণা করেছিলেন।

হানিফ পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিং গড় ৪৩.৯৮। তিনি ১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রানের অসাধারণ ইনিংস দিয়ে ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছেন।
১১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে