বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৮:৪৫:২২

মুস্তাফিজের জন্য দোয়া করুন: মুশফিক

মুস্তাফিজের জন্য দোয়া করুন: মুশফিক

স্পোর্টস ডেস্ক : লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টার দিকে ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশ থেকে শুভকামনা পৌঁছেছে অনেক। অস্ত্রোপচারের আগে বিশেষ আরও একজনের শুভকামনা পেলেন মুস্তাফিজুর রহমান। তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২ টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)।

হাসপাতালে মুস্তাফিজের পাশে আছেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বিসিবি প্রধান জানান, তার ফোনে কল করে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন সাহস।

কাঁধের অস্ত্রোপচারের জন্য তিনি বর্তমানে লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুস্তাফিজের সঙ্গে দেখা করে এই কঠিন সময় তাঁকে মানসিকভাবে চাঙ্গা করতে ও সাহস যোগাতে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে, মুস্তাফিজের অস্ত্রোপচারের সর্বশেষ খবর নিতে আজ বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও মুস্তাফিজের সঙ্গে ফোনে কথা বলেছেন। বুপা হাসপাতালের সামনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পাপন।

প্রধানমন্ত্রী এ সময় মুস্তাফিজকে সাহস যোগাতে বলেন, ‘ভয় পেয়ো না, সুস্থ হয়ে শিগগিরই তুমি আবার ফিরে আসবে ক্রিকেট মাঠে।’

এ সময় তিনি মুস্তাফিজের প্রতি বিশেষ নজর রাখতে বিসিবি সভাপতিকেও পরামর্শ দেন।

এদিকে, মুশফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুকে তার ও মুস্তাফিজের রহমানের ছবি আপলোড করে তার ওপরে লেখা হয়েছে, মুস্তাফিজুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।
১১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে