বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২৩:০৬

আকমলের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের সব শেষ

আকমলের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের সব শেষ

স্পোর্টস ডেস্ক :  পাকিস্তান ও জিম্বাবুয়ের লড়াইটাকে অসম দৃষ্টিতে দেখবেন অনেকেই। কিন্তু জিম্বাবুয়ে যেন আর আগের জিম্বাবুয়ে নেই। পাকিস্তানকে কাবু করতে জানে জিম্বাবুয়ে।

পাকিস্তান ও জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ক্রিকেট খেলে দলটি। কিন্তু হার মানে ম্যাচ সেরা হওয়া পাকিস্তানের হার্টহিটার ব্যাটসম্যান ওমর আকমলের কাছে। তার কাছে সব শেষ হয়ে জিম্বাবুয়ের অর্জন শুণ্য। দুই ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে জিম্বাবুয়ে।

দলের কেউই উল্লেখ করার মত রান করতে পারেনি। টি-টোয়েন্টি বলে খড়কুটো দিয়েই অর্থাৎ সবার গুটি কয়েক রান দিয়েই তৈরী হয় আখের।  

কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে তা মোটই যথেষ্ট ছিল না। জিম্বাবুয়ের শক্তির সাথে ব্যবধানটা বাড়িয়ে দেন ওমর আকমল। শেষ ঝুটিতে ব্যাট করছিলেন তিনি।

২৮ বলে ৩৮ রানের হার না মানা টর্নেডো ইনিংস উপহার দেন আকমল। পাকিস্তান এর মাধ্যমে ১৩৬ রানের সংগ্রহ পায়। পাকিস্তান হয়তো ভাগ্যবশতই ওমরের কাছ থেকে ভালো ইনিংস পায়।

তা না হলে জিম্বাবুয়ের কাছে হয়তো হেরে যেতে হত পাকিস্তানকে। জিম্বাবুয়েও কম করেনি। গন্তব্য থেকে মাত্র ১৫ রান দূরে ছিল দলটি।

খেলা শেষে ম্যাচ সেরা হন ওমর আকমল। অন্যদিকে সিরিজ সেরা হন পাকিস্তানের বোলার ইমাদ ওয়াশিম।
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে