স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ভারতের ক্রিকেট সম্পর্ক মোটেই ভালো নয়। এমন সময়েই পাকিস্তান আয়োজন করছে জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেটের।
ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের টি-টোয়েন্টিতে অংশ নিবেন বলে ধারনা করাই যায় না। তবে পাকিস্তান ভারতকে আহবান জানায় পাকিস্তান সুপার লিগে অংশ নেয়ার জন্য।
ভারতের ক্রিকেটাররা পিএসএলে না খেললেও মাঠে ঠিকই লড়বেন সেই ভারতীয় ক্রিকেটার। তিনি হলেন রবিন সিং। ১৩৬টি ওয়ানডে খেলা রবিন ২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।
কোচিংয়ের সাথে জড়িত রবিন। তাকে হয়তো দেখা যাবে পাকিস্তানের ক্রিকেট গ্রাউন্ডে। আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে কোচ হতে আগ্রহী রবিন নিজেই।
বিভিন্ন দলে মিকি আর্থার, অ্যান্ডি মোলস, ক্রিস অ্যাডামস, চামিন্দা ভাস ও গর্ডন গ্রিনিজের চেয়েও হেভিওয়েট হিসাবে রয়েছেন রবিন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি পিএসএল শুরু। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর