স্পোর্টস ডেস্ক: গত শনিবার লা লিগার খেলায় লাস পালমাসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই হাঁটুতে চোট পান তিনি। এরপরই হাঁটুর চোট পরীক্ষার করার জন্য মেসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল রিপোর্ট পাবার পরে তাকে দুই মাসের জন্য মাঠের বাহিরে থাকতে বলেন ডাক্তাররা। সেই ইনজুরির কারণে বর্তমানে হাসপাতালে রয়েছে বার্সেলোনরা এই তারকা খেলোয়াড়। এখন মেসিহীন খেলা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।
মেসির অনুপস্থিতিতে মঙ্গলবাব রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা। আর সেই কষ্টার্জিত দেখতে ভুল করেনি মেসি। হাসপাতালে বসেই পুরা খেলাটা উপভোগ করেন তিনি। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে মেসির ক্লাবটি।
ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড নেয় লেভারকুজেন। প্রথমার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমার-সুয়ারেজরা। ম্যাচের ৮০ মিনিটে সমতায় ফেরে বার্সা। ডানপাশ দিয়ে আলবার বাড়ানো বলে শট নেন মুনির। তবে লেনোর বাধা তিনিও টপকাতে পারেননি। লেভারকুজেনের গোলরক্ষক ঠিকমতো নিজের নিয়ন্ত্রণে বল রাখতে না পারায় ফিরতি বল পান সার্জি রবার্তো। আলতো টোকায় বল জড়িয়ে দেন তিনি।
এর দুই মিনিট পরেই মুনির-সুয়ারেজ জুটির দারুণ এক বোঝাপড়ায় প্রথমবার লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ৮২ মিনিটে মুনির তিন ডিফেন্ডারকে অসাধারণ ভাবে বোকা বানিয়ে সামনে থাকা সুয়ারেজকে পাস দেন। বুলেট গতিতে লেভারকুজেনের জালে বল জড়িয়ে দেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। ফলে, ২-১ এ এগিয়ে যায় কাতালানরা।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস