স্পোর্টস ডেস্ক : কয়েক যুগ ধরে সাধনা করে আসছিল বাংলাদেশ। ক্রিকেটে বাংলাদেশ এবার স্বপ্নের সিড়িতে পৌঁছেছে। বাংলাদেশ নতুন করে লিখেছে ইতিহাস।
ক্রিকেটে বাংলাদেশ গর্জে উঠতে পারে যে কোনো সময়। এর স্বীকৃতিই যেন এল টাইগার শিবিরে। বুধবার, ৩০ সেপ্টেম্বর নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম।
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের টিকিট বুকিংয়ের তথ্য নিশ্চিত করেছে আইসিসি। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট আসর। ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে সেরা আট দলের একটি হয়েছে বাংলাদেশ।
প্রায় দুই যুগ আগে থেকেই বাংলাদেশ পুরোমাত্রায় ক্রিকেট সংগ্রামে অংশ নেয়। ৩১ মার্চ, ১৯৮৬ বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা রাথে। সেদিন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলে বাংলাদেশ।
আজ ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর, প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার ডাক পায় বাংলাদেশ। প্রসঙ্গত, এখন বিশ্বের সেরা আটটি ক্রিকেট দলের একটি হলো বাংলাদেশ। এখানে বাংলাদেশের অবস্থান সেরা সাতে।
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর