বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৯:২৩

অবশেষে কেটে গেল ক্রিকেট অস্ট্রেলিয়ার নীরবতার ধোঁয়াশা

অবশেষে কেটে গেল ক্রিকেট অস্ট্রেলিয়ার নীরবতার ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক: কিন্তু কথা ছিল সোমবার বাংলাদেশের বিমানে চেপে ঢাকা উড়ে আসার। কিন্তু জঙ্গি হামলার আপত্তিতে সেটি বিলম্বিত হল রওয়ানা দেওয়ার আগেই। ঢাকা অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল এসেও লাভ হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীরবতার ধোঁয়াশা অবশেষে কেটেছে, তবে খবরটা যথারীতি নেতিবাচকই থাকছে বাংলাদেশের জন্য।

বাংলাদেশের সফরের জন্য দুই ম্যাচ টেস্ট সিরিজের হোম ক্যাম্প থেকে খেলোয়াড়দের ছুটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া! অর্থাৎ, নিকট ভবিষ্যতে মাঠে গড়াচ্ছে না বহুল প্রতীক্ষিত এই সিরিজ।

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলটি এতদিন বাংলাদেশ সফরের জন্য নিজ দেশে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হুট করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্দিহান আপত্তি ও প্রায় একই সময়ে ঢাকায় বিদেশী নাগরিক খুনের ঘটনায় থমকে গেল বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের সিরিজ। নিরাপত্তাহীনতা আর উদ্বেগের কারণে উপমহাদেশের আর কোনো সিরিজেই অংশগ্রহণ করতে চাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক লড়াইটি তাই একরকম বাতিলের খাতায়ই চলে গেল।

উল্লেখ্য, সফরে বাংলাদেশের বিপক্ষে ৯ অক্টোবর দুটি টেস্ট ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে