বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৫:৩০

পাকিস্তানে টাইগার সাকিব-তামিমকে নিয়ে দর কষাকষি

পাকিস্তানে টাইগার সাকিব-তামিমকে নিয়ে দর কষাকষি

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লীগ বা পিএসএল। যদিও নিরাপত্তা জনিত কারণে টুর্নামেন্টটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। জানা গেছে, পিএসএলের এবারের আসরের বাংলাদেশি এই দুই তারকা ক্রিকেটারকে পেতে ইতিমধ্যে দলগুলোর মধ্যে চলছে দর কষাকষি পালা।

এই নিয়ে বাংলাদেশের একটি র্শীর্ষস্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পিএসএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ডাক পেয়েছেন কেবল অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারেরা পারফরমেন্স দিয়ে সমীহ ও প্রশংসা আদায় করে নিলেও পিএসএলে এই দুজনের বেশি সংখ্যক বাংলাদেশিকে দেখা যাবে না। যদিও পিএসএল-এর আদলে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা আকাশচুম্বী।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের নাম ছাড়াও নিলাম তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে