স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজের জায়গায় কোন ক্রিকেটারকে খেলা হবে এ নিয়ে চিন্তায় ছিলো দেশটি। মূলত অবৈধ বোলিং একশনের অভিযোগে মোহাম্মদ হাফিজ এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় চিন্তায় পড়ে যায় ক্রিকেট বোর্ড। তবে এখন থেকে তার জায়গায় নতুন এক ক্রিকেটারকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইংল্যান্ডের সাথে আসন্ন টেস্ট সিরিজের জন্য মোহাম্মদ হাফিজের জায়গায় বেলাল আসিফ নামের এক উদিয়মান ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে।
আসিফ জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও একাদশে এখনো দেখা যায়নি তাকে। তিনি শ্রীলঙ্কা সিরিজেও একদিনের স্কোয়াডে ছিলেন কিন্তু কোন ম্যাচ না খেলেই দেশে ফেরেন। আসিফ প্রথমশ্রেনীর ক্রিকেটে ৩০ ম্যাচে ৩১ উইকেটের মালিক।
পাকিস্তানের প্রধান নির্বাচক হারুনর রশিদ এক বিবৃতিতে জানান, দলীয় ব্যবস্থাপকদের পক্ষ থেকেই বেলাল আসিফের নাম প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাবের ভিত্তিতেই তাকে টেস্ট দলে রাখা হয়েছে। এছাড়াও টেস্ট দলের জন্য অধিনায়ক হিসেবে মিসবাহ উল হককেই বিবেচনায় রাখা হয়েছে।’
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ