স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অযুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দলের খেলোয়াড়দের ক্যাম্পেইন ছেড়ে যাওয়ার নিদের্শ পর্যন্ত দিয়েছে। আবার অস্ট্রেলিয়ার একাধিক পত্রিকা বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হয়েছে বলে খবর প্রকাশ করলেও তবুও আশার বাণী শুনাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছেন, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা ঐতিহাসিক। আর এ কারণেই এতোকিছুর পরও অস্ট্রেলিয়ার আসার ব্যাপারে আশা ছাড়ছে না তারা। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে আছেন। ইতিবাচক সাড়া পাওয়া মাত্র তা জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘অফিসিয়াল অবস্থা আগের মতোই আছে। অস্ট্রেলিয়ার যে পরিদর্শক দল এখানে এসেছিলো, তারা দেশে ফিরে তাদের বোর্ডের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। আমাদের কাছে যতোটুকু তথ্য আছে তা হলো, আগামী দুই একদিনের মধ্যেই অস্ট্রেলিয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’
পুরনো সম্পর্কের কারণেই হয়তো এখনো সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে অস্বস্তি আছে। একই সাথে আমরা মনে করি, ক্রিকেট অস্ট্রেলিয়া এমন কোনো সিদ্ধান্ত নেবে যা দুই বোর্ডের জন্য ভালো হবে। আপনারা জানেন, তাদের সাথে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক। যার একটা উদাহরণ দেখা গেছে গত বিশ্বকাপে। বিশ্বকাপ শুরুর বেশ আগে অস্ট্রেলিয়াতে অনুশীলনের সুবিধা তারা আমাদের দিয়েছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে সর্বশেষ কি জানতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বশেষ আমাদের জানিয়েছে, তারা প্রতিনিধি দলের প্রতিবেদন পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, রাষ্ট্রীয় পর্যায় থেকে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। আমরা তাদেরকে যে নিরাপত্তার কথা বলেছি, তা বিশ্বের কোনো ক্রিকেট দলকে দেয়া হয় না।’
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ