বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৯:৩৫

হতাশা নিয়ে দেশে ফিরে যা বললেন মুমিনুল

হতাশা নিয়ে দেশে ফিরে যা বললেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক: হতাশা নিয়ে বুধবার ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। সফরে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি তিনদিনের ম্যাচ খেলেও একটি ওয়ানডেতে জয় ছাড়া আর কোনো সাফল্য ধরা দেয়নি বাংলাদেশ ‘এ’ দলের ঝুলিতে। চোখে পড়ার মত ছিল টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা। তারপরও ইতিবাচক দিক খুঁজে বেড়াচ্ছেন দলের অধিনায়ক মুমিনুল হক।

আজ দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক মুমিনুল। সেখানেই তিনি ইতিবাচক দিক খুঁজে নেয়ার চেষ্টা করেছেন। সংবাদ সম্মেনলে তিন বলেছেন, ওয়ানডে সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নাসির, লিটন এবং সাব্বির খুব ভালো ব্যাটিং করেছে। কিন্তু ৩ দিনের ম্যাচগুলোতে হাতে গোনা দুয়েকজন ছাড়া কেউই ভালো করতে পারেনি। সামনে আমাদের আরো অনেক খেলা আছে। এখানে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে ওভারকাম করতে হবে। টেস্ট কিভাবে খেলতে হয়ে সে বিষয়গুলোতে আরো দক্ষতা অর্জন করতে হবে।

ইতিবাচক দিকগুলোর পাশাপাশি ব্যর্থতার কারণও সম্পর্কেও বলতে গিয়ে তিনি বলেছেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। টপঅর্ডার ভালো করতে পারেনি। লোয়ার অর্ডারে দুয়েকজন ভালো খেলে ম্যাচ জেতানো সম্ভব নয়। শুরুটা ভালো হলে নিচের সারির ব্যাটসম্যানরাও ভালো খেলার প্রেরণা পায়। তাহলেই ভালো কিছু হওয়া সম্ভব। কিন্তু আমরা তা করতে পারিনি।

এদিকে, লঙ্গার ভার্সনে ভালো করতে ঘরোয়া ক্রিকেটের ওপর জোর দিতে হবে বলে মনে করছেন দলের ম্যানেজার ফারুক আহমেদ।
৩০ সেপ্টম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে