ফের আইসিসির পরিক্ষায় উত্তীর্ণ হলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটের সাথে যুদ্ধ করে এবার আইসিসির পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। এই উত্তীর্ণের ফলে বাংলাদেশ ক্রিকেট টিমকে ফের আইসিসি-র ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’-তে খেলতে দেখা যাবে। বাংলাদেশকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্র দিয়ে বুধবার আইসিসির ওয়েবসাইটে এমনটি লেখা হয়েছে।
এর আগে ২০০৬ সালে ভারতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’-র যে আসর বসেছিল, তাতেই ওই টুর্নামেন্টে বাংলাদেশকে শেষ বারের মতো খেলতে দেখা গিয়েছিল। সেই আসরে কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ৷ কিন্তু, ২০১৫ বিশ্বকাপের পরই ২২ গজে দাপট দেখাচ্ছে তারা৷ এমনকী, ওয়ান ডে-র হোম সিরিজে হারিয়েছে পাকিস্তান ও ধোনির ভারতকেও৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেখাতেই পারে তারা, মনে করছে ক্রিকেট মহল৷
ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাসে কালো দিন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্রই পেল না ওয়েস্ট ইন্ডিজ৷ বুধবার প্রকাশিত আইসিসির একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে প্রথম আটটি দলের মধ্যে নেই ক্যারিবিয়ানরা৷ সেই কারণেই ২০১৭-তে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারল না তারা৷ ১৯৯৮-তে টুর্নামেন্ট শুরুর পর এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না ক্যালিপসো ক্রিকেট৷
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটের নয়া মাইলস্টোন৷ ফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন৷ ২০০৬-এর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে তাদের৷ ২০১৭-এর ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি৷ আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং অনুযায়ী যে আটটি দলকে টুর্নামেন্টে খেলতে দেখা যাবে, তারা হল -- বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারত, ১৯৯৮-এর বিজয়ী দক্ষিণ আফ্রিকা, ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ২০০২-এর যুগ্ম বিজয়ী শ্রীলঙ্কা, আয়োজক দেশ ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান৷
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস