বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৫:৪৩

একটি ভুলের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ নিয়ে তোলপাড়

একটি ভুলের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ নিয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক: মাথার ক্যাপ নিয়ে কি তোলপাড় হতে পারে? এতো দিন যেখানে ক্রিকেটার কিংবা কোচ বা আম্পায়ারদের নিয়ে তর্ক বিতর্ক উঠেছে, সেখানে কিনা মাথার ক্যাপ, ভাবা যায়! সত্যিই তাই পাকিস্তান সফররত বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলের মাথার ক্যাপ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

মূলত নিয়ম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের ক্যাপে থাকে নিজের দেশের ক্রিকেট বোর্ডের লোগো। আর অনুশীলুনের সময় পরিহিত ক্যাপে থাকে স্পনসরের লোগো। অথচ পাকিস্তানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সালমাদের ক্যাপে দেখা গেল স্পনসর ‘রবি’র লোগো। আর টেলিভিশন পর্দায় এমন দৃশ্য দেখে বিভিন্ন সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘ভুল যখন হয়েছে,কাউকে না কাউকে দায় নিতেই হবে। ভুলটা আমাদেরই। আসলে মেয়েদের যাওয়া নিয়ে শেষদিকে অনেক তাড়াহুড়ো করে সবকিছু করতে হয়েছে। এর ফাঁকে এটা হয়ে গেছে, ভুলক্রমে চোখে পড়েনি।’

যদিও পাকিস্তান সফরে সালমাদের যাওয়া নিয়ে আলাপ আলোচনা চলছিলো অনেকদিন ধরেই। শেষ মুহূর্তে তাড়া-হুড়ার অজুহাত এমন  অব্যবস্থাপনার পেছনে কতোখানি গ্রহণযোগ্য তা নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়!
সূত্র: বিডিনিউজ
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে