বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৩:০৮

বাংলাদেশে কেমন আছেন বিদেশি কোচরা ?

বাংলাদেশে কেমন আছেন বিদেশি কোচরা ?

স্পোর্টস ডেস্ক: সোমবার সন্ধ্যায় গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিসারি। তার নিহত হওয়ার খবর প্রচারের পর উদ্বিগ্ন হয়ে পড়েন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ ও ইতালিয়ান নাগরিক ফাবিও লোপেজ। এ ছাড়াও সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন আরো তিনজন ইতালিয়ান এবং জার্মান গোলকিপার তাকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

জানা গেছে, সোমবার রাত থেকেই তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিকেএসপি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সঙ্গে কোচদের চলাফেরায়ও সতর্ক থাকতে বলেছে বাফুফে। লোপেজ ও তার দুই সহকারীকে বিকেএসপির মধ্যেই থাকার জন্য বলা হয়েছে। কোনো প্রয়োজনে বিকেএসপির বাইরে যেতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হবে তাদের। কোচদের নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

এদিকে ফুটবল দলের আরেক বিদেশী কোচিং স্টাফ জার্মান গোলকিপার কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলারের ব্যাপারেও একই পদক্ষেপ নেয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, সিসারির নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তিন ইতালীয় কোচ। তারা ভয় ও শংকার মধ্যে রয়েছেন। মঙ্গলবার অনুশীলনের বাইরের পুরো সময়টাই নিজেদের রুমের মধ্যে বন্দি করে রেখেছিলেন তারা। খাবারের বেলায়ও সতর্কতা অবলম্বন করেছেন। টিম ম্যানেজমেন্ট কোচদের সাহস জুগিয়েছে।

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বিকেএসপিতে যেখানে বাংলাদেশ দল রয়েছে, সেখানেই অবস্থান করছেন তিন ইতালীয় কোচ। সেখানকার কর্তৃপক্ষকে অনুরোধ করায় তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কোচদের বলা হয়েছে, টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে নিয়ে যেন তারা চলাফেরা করেন। কোনো অবস্থাতেই বিকেএসপির বাইরে যাওয়া চলবে না।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে