বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০২:০৭:২৫

অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে শীর্ষ আদালতে শ্রীনিবাসন

অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে শীর্ষ আদালতে শ্রীনিবাসন

স্পোর্টস ডেস্ক : বড় কোনও দুর্ঘটনা না ঘটলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন শশাঙ্ক মনোহর। কিন্তু, বিসিসিআইয়ের লড়াইয়ের কোনও অন্ত নেই। এবার বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে আদালতে মিথ্যে বলার অভিযোগ আনলেন এন শ্রীনিবাসন। এর জন্য তাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শ্রীনি।

বিসিসিআইয়ের বৈঠকে শ্রীনিবাসনের যোগ দেওয়া সম্ভব কিনা, তা জানতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বোর্ড। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা স্বার্থের সংঘাত ইস্যুটিও আবেদনে বলা হয়। বোর্ডের পক্ষ থেকে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরই প্রতিনিধিত্ব করেছিলেন। বোর্ড সচিব জানিয়েছেন, ২৮ অগাস্ট কলকাতায় বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য মরিয়া ছিলেন শ্রীনিবাসন।

শ্রীনি এই অভিযোগ খারিজ করেছেন। তার দাবি, অনুরাগ ঠাকুরের অভিযোগ ভিত্তিহীন। নিজের সমর্থনে বিসিসিআইয়ের ট্রেজ়ারার অনিরুদ্ধ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট টি সি ম্যাথু এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়েশ জর্জের হলফনামাও জমা দিয়েছেন শ্রীনি। তার দাবি, এই হলফনামাই প্রমাণ করে শীর্ষ আদালতে মিথ্যে কথা বলেছেন অনুরাগ ঠাকুর।

১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে