স্পোর্টস ডেস্ক : আবার ফিফার বিরুদ্ধে তোপ দাগলেন দিয়েগো ম্যারাদোনা৷ ফুটবল-রাজপুত্র সাফ জানিয়ে দিলেন, ‘ফিফার আরও অনেক কর্তাকে জেলে পুরে দেওয়া উচিত৷’ এর সঙ্গে ব্লাটারকে দুর্নীতিবাজ এবং প্লাতিনিকে মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন ম্যারাদোনা৷
তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ আবারও বলছি, ফিফার আরও কর্তা আছে, যাদের জেলে না পুরে উপায় নেই৷ জর্ডনের প্রিন্স আলি বিন আল হুসেনকে আমি সমর্থন করি৷ ফিফা প্রেসিডেন্ট পদে ও-ই যোগ্য৷ ব্লাটারের মতো দুর্নীতিতে জড়িত মানুষের পাশে যে থাকে, তাকে ভরসা করা উচিত নয়৷ প্লাতিনি আগে বলেছিল ও আলি বিন আল হুসেনকে সমর্থন করবে৷ কিন্তু, ওর কথা বিশ্বাসযোগ্য নয়৷ প্লাতিনি মিথ্যেবাদী৷ ওর নামে নতুন করে তদন্ত হবে৷ সেটা আমরা সবাই জানি৷ আসলে প্লাতিনি দুর্নীতির যাবতীয় পাঠ ব্লাটারের কাছ থেকেই নিয়েছে৷ জীবনের শেষ দিন পর্যন্ত এ কথা বলব৷ কারণ, এটাই সত্যি৷’
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি