শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৩:২২:৫৫

আইসিসি নিষিদ্ধ করলেও বিসিবির চোখে এই টাইগারের বোলিং অ্যাকশন বৈধ!

আইসিসি নিষিদ্ধ করলেও বিসিবির চোখে এই টাইগারের বোলিং অ্যাকশন বৈধ!

স্পোর্টস ডেস্ক : এবারের ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করলেও খেলার সময় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর সঞ্জিতের বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পরীক্ষা করে বিশ্বকাপে তাকে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি জানানো হয়, যুব ক্রিকেটেও সঞ্জিত বোলিং করতে পারবে না।

এবারের যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে (২৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভার বোলিং করেন এই ডানহাতি অফ স্পিনার। সেই ম্যাচেই আইসিসির নজরে পড়েন সঞ্জিত। ম্যাচ শেষে সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জমা দেন ম্যাচ আইসিসি অফিসিয়ালরা।

পরে, আইসিসির এক বিশেষজ্ঞ প্যানেল সঞ্জিতের বোলিং ফুটেজ পর্যবেক্ষন করে। এরপর ৩০ জানুয়ারি আইসিসি বিসিবিকে এক মেইলের মাধ্যমে সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন দেয়। প্রতিবেদন অনুযায়ী সঞ্জিতকে যুব ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বল ছোড়ার সময় সঞ্জিতের কনুই ৪৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। নিয়ম অনুযায়ী, ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকাতে পারবেন স্পিনাররা।

এদিকে এবারের ওয়ালটন ঢাকা ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগে বোলারদের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরার জন্য তৈরী করা হয় বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। লিগ শেষে মোট ১১ জন বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। যুব ক্রিকেটের পর ঘরোয়া এই লিগেও সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা।-বিডি ক্রিমটিম
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে