শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৫:১২:৪৫

জঙ্গিবাদের বিপক্ষে টাইগাররা

জঙ্গিবাদের বিপক্ষে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : দেশের যে কোনও ধরণের সমস্যায় আমরা ক্রীড়াঙ্গনের তারকাদের জনগণের পাশে এসে দাঁড়াতে দেখি। এখন বাংলাদেশের অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম একটি হলো জঙ্গিবাদ। দেশের প্রায় সকল সচেতন নাগরিকই এর বিপক্ষে। আর তাদের সঙ্গে যোগ হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও।

দেশজুড়ে চলমান জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও ধিক্কারের সঙ্গে এবার অনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করবে দেশের ক্রীড়াঙ্গনও। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বীরেন শিকদার জানিয়েছেন আগামী ৭ সেপ্টেম্বর(বুধবার) ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ।

শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। দেশের সব সংগঠন ও ক্লাব নিয়ে হবে শোভাযাত্রা-সমাবেশ। ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে দেশের ক্রীড়াঙ্গনের সব তারকার উপস্থিত থাকার কথা রয়েছে শোভাযাত্রা ও সমাবেশে।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে