শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৫:২৯:৪০

‘এমন হার হজম করা কঠিন’

‘এমন হার হজম করা কঠিন’

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, সত্যি এমন হার হজম করা কঠিন। এটা আমাদের জন্য খুবই কঠিন সিরিজ ছিল। এ নিয়ে এশিয়ার মাটিতে টানা তিন সিরিজ হোয়াইটওয়াশ হলাম। এ ফল খুবই হতাশার। শ্রীলঙ্কার বিপক্ষে সব বিভাগেই আমরা হেরে গেছি।

তিনি আরও বলেন, কোনও টেস্টেই আমরা পরিকল্পনার প্রতিফলন ঘটাতে পারিনি। না ব্যক্তিগত, না দলগত সবক্ষেত্রেই আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাই আগামী বছর ভারত সফরের আগে আমাদের বিস্তর কাজ করতে হবে। ব্যক্তিগত ও দলগত দুইভাবেই আলাদা-আলাদা কাজ করতে হবে।

মাইকেল ক্লার্কের পরে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব পান স্টিভেন স্মিথ। ২০১৫ বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে হোম সিরিজ থেকে একটিও সিরিজ হারেন নি তিনি। তার চেয়েও সাফল্যের বিষয়, টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর দেড় বছরে একটি টেস্টেও হারেন নি স্মিথ। এ সাফল্য নিয়ে স্মিথ প্রথমবার এশিয়া সফরে আসেন।

আর বাকি অজি অধিনায়কদের মতো এশিয়ার মাটিতে প্রথম সিরিজেই খুব কঠিন সময় পার করলেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৯ সালের পর প্রথম টেস্ট সিরিজ হারের হতাশা জুটেছে তার দলের।

এশিয়ার মাটিতে গেল তিন সিরিজ ধরে ব্যর্থ অস্ট্রেলিয়া। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানো দলটি এশিয়ার মাটিতে গেল তিন সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে। এ ধারাবাহিকতায় শ্রীলঙ্কার মাটিতেও পুরো ব্যর্থ ছিল অস্ট্রেলিয়ানরা।

দলের ব্যাটিং লাইনের সেরা অস্ত্র ডেভিড ওয়ার্নার পুরো সিরিজে একটিও হাফ সেঞ্চুরির দেখা পাননি। এছাড়া দুই স্পিনার নাথান লিয়ন ও জন হল্যান্ড শ্রীলঙ্কার স্পিন পিচের সহায়তাও আদায় করতে পারেন নি। পুরো সিরিজে অস্ট্রেলিয়ার একমাত্র ইতিবাচক দিক পেস বিভাগ। একমাত্র এ বিভাগেই মিচেল স্টার্কের পারফর্মে শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে