শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৬:১০:২২

২-১ গোলে জয় পেয়ে অলিম্পিকে সোনা জিতল জার্মানি

২-১ গোলে জয় পেয়ে অলিম্পিকে সোনা জিতল জার্মানি

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ব্রাজিলের মেয়েরা না পারলেও অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে জার্মানি। রিও অলিম্পিকের ফাইনালে তারা সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য জার্মানির নারীদের চেয়েও সুইডিশদের অবদান ঢের বেশি।

মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে জার্মানির হয়ে গোল করেন মারোজান। বাকি গোলটি আসে সুইডিশ ফুটবলার লিন্ডা সিমব্রান্টের আত্মঘাতী গোলের সুবাদে। অন্যদিকে, সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন স্টিনা ব্লাকসটেনিয়াস।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৪৮ মিনিটের মাথায় জার্মানিকে লিড পাইয়ে দেন মারোজান। ৬২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে জার্মান মেয়েরা।

জার্মান তারকা সারার দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। আর সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট।

দুই গোলে পিছিয়ে পড়া সুইডিশরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। এরপর ম্যাচের ৬৭ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। স্টিনার গোলে স্কোরলাইন হয় ২-১। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সুইডিশদের।
২০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে