স্পোর্টস ডেস্ক: অনেক জল ঘোলা হচ্ছে অস্ট্রেলিয়া সফর নিয়ে। গত কয়েক দিন ধরে দেশ বিদেশের সংবাদ মাধ্যম গুলোর বিশেষ খোরাকে পরিণত হয়েছে টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়টি।
গত মঙ্গলবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে টিম অস্ট্রেলিয়া বাংলাদেশে না আসার কারণ জঙ্গী হামলাকে নয় বরং ‘অন্য’ কিছুরই ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি। জানিয়েছেন, এতো কিছুর পরেও যদি তাদের মন না গলে তাহলে ধরে নেবো অন্য কোন কারণ আছে।
ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা যারা দেখেন তাদের সবার সঙ্গে মাত্র দেড় দিনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে সিএর নিরাপত্তা প্রতিনিধিদলকে প্রতিটি সংস্থার পক্ষ থেকেই নিশ্চয়তা দিয়ে বলা হয়েছে কোনো গণ্ডগোল ঘটতে দেওয়া হবে না তা যতই হুমকি থাকুক না কেন সাধারণত যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় তার চেয়েও অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে যা চাও তাই দেওয়া হবে আমরা যেটা দিচ্ছি সেটা চার স্তরের নিরাপত্তা এর চেয়ে বেশি আমাদের কিছু করার নেই।'
তিনি আরো বললেন, ‘এতো নিরাপত্তা দেওয়ার পরেও যদি অস্ট্রেলিয়া না আসে আমি অন্তত বিশ্বাস করব না যে ওরা নিরাপত্তার কারণেই আসছে না। ধরে নেব অন্য কোনো কারণ আছে। এতে বিশেষ কারো কূটচাল রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সুনির্দিষ্টভাবে ব্যাখা করেননি অন্য কি কারণের না আসার বিষয়টি।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু