শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৭:২৩:৫১

রোনালদোর সেরা একাদশে নেই নেইমার!

রোনালদোর সেরা একাদশে নেই নেইমার!

স্পোর্টস ডেস্ক : মাঝমাঠে জিনেদিন জিদান ও আন্দ্রে পিরলো নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে লিওনেল মেসির উদ্দেশ্যে পাস বাড়ালেন। দারুণ ট্রেডমার্ক দৌড়ে মেসি খুঁজে নিলেন ডিয়েগো ম্যারাডোনাকে। প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ম্যারাডোনা ঢুকে পড়লেন ডি-বক্সের ভেতরে। সামনে বাধা পেয়ে আর্জেন্টাইন সুপারস্টার বল বাড়ালেন পেলের উদ্দেশ্যে। দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নিলেন কালো মানিক। চাইলে কল্পনায় এমন একটি দৃশ্য আঁকতে পারেন। নিজের স্বপ্নের একাদশে সর্বকালের অন্যতম সেরা তারকাদের মেলা বসিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদো।

বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপের শিরোপা জেতা রোনালদো। তার করা স্বপ্নের একাদশকে তাই গুরুত্ব দিতেই হবে। তবে নিজের সেরা একাদশে নিজেকেই রাখেননি ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড। অবশ্য তারার মেলা বসিয়েছেন স্বপ্নের একাদশে।

ব্রাজিলিয়ান তারকা রোনালদো বর্ণাঢ্য ক্যারিয়ারে জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, লুইস ফিগো, রোনালদিনহো, রিভালদোসহ অনেক বিশ্বমানের খেলোয়াড়ের সঙ্গে খেলেছেন। স্বপ্নের একাদশে সমসাময়িক তারকাদের প্রাধান্য দিয়েছেন তিনি।

স্বপ্নের একাদশে নিজেকে না রাখলেও বর্তমান সময়ের দুই সেরা খেলোয়াড় মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিকই রেখেছেন ব্রাজিলিয়ান রোনালদো। সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত পেলে ও ম্যারাডোনাকেও বেছে নিয়েছেন তিনি।

রোনালদো তার স্বপ্নের একাদশে স্ট্রাইকার হিসেবে রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদো ও কালো মানিক পেলেকে রেখেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মেসি, ম্যারাডোনা, জিদান ও ইতালির ২০০৬ সালের বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে পিরলোকে বেছে নিয়েছেন তিনি।

রক্ষণে ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস ও কাফুর সঙ্গে দুই ইতালিয়ান তারকা পাওলো মালদিনি ও ফ্যাবিও ক্যানভারোকে স্থান দিয়েছেন রোনালদো। গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছেন ইতালি ও জুভেন্টাসের দেয়াল জিয়ানলুইজি বুফনকে।

রোনালদোর স্বপ্নের একাদশ: জিয়ানলুইজি বুফন, রবার্তো কার্লোস, পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানভারো, কাফু, জিনেদিন জিদান, লিওনেল মেসি, আন্দ্রে পিরলো, ডিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো ও পেলে।-পরিবর্তন
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে