শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৮:৩০:১৪

সোনা হাতছাড়া হতে পারে বোল্টের!

সোনা হাতছাড়া হতে পারে বোল্টের!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে চলমান অলিম্পিকের এবারের আসরে ‘ট্রিপল ট্রিপল’ করে ফেলেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ২০০৮ সালে বেইজিংয়ে,  ২০১২ সালে লন্ডনে ও এবার রিও-তে একশো, দুশো ও ৪ x ১০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতে সর্বকালের সেরা দাবি করছেন নিজেকে। সবাইকে বলেছেন তাকে কিংবদন্তি খেলোয়াড় হিসেবে অভিহিত করতে।

তবে বোল্টের জন্য দুঃসংবাদই বলা যেতে পারে। কেননা, আশঙ্কার বাতাবরণ তৈরি হল আট বছর আগে বেইজিং অলিম্পিক্সে জেতা ৪ x ১০০ মিটার রিলে দৌড়ের সোনা হয়তো হাতছাড়া হবে জ্যামাইকান স্প্রিন্ট স্টারের। বেইজিংয়ে সোনাজয়ী জ্যামাইকান দলে বোল্টের সঙ্গে ছিলেন নেস্টা কার্টার।

আর এই স্প্রিন্টারের বিরুদ্ধেই ডোপিংয়ের অভিযোগ রয়েছে। একবার তার নমুনা পরীক্ষাও করা হয়েছে। আবারও নতুন করে পরীক্ষা করা হবে নেস্টা কার্টারের নমুনা। নেস্টা কার্টার নিজেও জানেন তার ‘এ’ স্যাম্পল নমুনা পজিটিভ। ‘বি’ স্যাম্পল নমুনাও যদি পজিটিভ হয়, তাহলে নির্বাসিত হতে পারেন কার্টার। সেই সঙ্গে তার জেতা পদকও কেড়ে নেওয়া হতে পারে।

আর এই রকমটা হলে সর্বনাশ হবে বোল্টেরও। রিওতেই ‘ট্রিপল ট্রিপল’ হয়ে গিয়েছে। কার্টার দোষী সাব্যস্ত হলে বোল্টের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে সোনার পদক।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে