শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৯:২৮:০৭

‘সিরিজটি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে’

‘সিরিজটি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে’

স্পোর্টস ডেস্ক : সরকারের সর্বোচ্চ কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তারা ওইভাবে কথা বলছেন। তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা আমরা জানি না। তবে তাদের মধ্যে যোগাযোগ আছে। হাই কমিশনের মধ্যেও যোগোযোগ চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এসব কথা বলেছেন।

তিনি বলেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল যে কয়টা জায়গায় গেছে এবং তাদের যে সিকিউরিটি প্ল্যান দেয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট। তবে ফলাফলটা তো এখনই পাব না। তারা ফেরত যাবে ইসিবির সঙ্গে মিটিং করবে। তারপর আমরা জানতে পারবো।

তিনি আরও বলেন, প্রতিনিধি দলের রিপোর্ট পেতে আমরা টাইম ফ্রেম দিইনি। আমরা প্রেসার দিচ্ছি না তারা নিজেদের মতো করেই জানাক। তারা বেশ গুরুত্ব দিয়ে বিভিন্ন জায়গায় গেছে। গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং ছিল। সেখানে বিস্তর একটা সিকিউরিটি প্ল্যান আমরা তাদের দিয়েছি। তারা নিঃসন্দেহে খুশিই আছে এবং থাকবে।

জালাল ইউনুসের কথায় বোঝাই যাচ্ছে যে, টাইগার বাহিনী ও ইংলিশদের লড়াইয়ের রাষ্ট্রীয় পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে।

আগামী অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। প্রায় এক মাসের এ সফরে জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা তাদের। তবে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে দেখা দেয় গভীর শঙ্কা। ওই হামলার পর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গেল বুধবার বাংলাদেশে আসে ইসিবি তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলটি।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে