শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ১১:০৯:৪০

সোনা কার? ব্রাজিল নাকি জার্মানির?

সোনা কার? ব্রাজিল নাকি জার্মানির?

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে চলমান রিও অলিম্পিক ২০১৬’র ছেলেদের ফুটবলের সোনা জিতবে কে, ব্রাজিল নাকি জার্মানি? এটাই এখন একমাত্র ভাবনা প্রায় সকল ফুটবল প্রেমীর। অলিম্পিকে ব্রাজিল-জার্মানির ইতিহাস সুখকর নয়। এখনও একবারও শিরোপা জেতা হয়নি দুই দলের একটিরও। তবে এবার কেউ না কেউ পাবেনই।

ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটায় পরস্পরের মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪ চ্যানেল।

অলিম্পিক ফুটবলে সোনা ব্রাজিলের এক অন্তহীন আক্ষেপ! পাঁচবার বিশ্বকাপ, আটবার কোপা আমেরিকা, চারবার কনফেডারেশন কাপ ও পাঁচবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে তারা। কিন্তু কখনও অলিম্পিক ফুটবলে সোনা জিততে পারে নি।

১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালের অলিম্পিকে ব্রাজিল ফাইনাল খেললেও কাঙ্ক্ষিত সোনা ধরা দেয়নি। ২০১২ লন্ডন অলিম্পিকে ফেবারিট হয়েও ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে। সেই দলে থাকা নেইমার রয়েছেন এবার।

ঘরের মাঠে প্রতিপক্ষ জার্মানি। নিজেদের মাটিতেই ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছেই নেইমারবিহীন ব্রাজিল ৭-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল, স্বপ্নভঙ্গ হয়েছিল বিশ্বকাপের। অলিম্পিকের ফাইনালে আজ ব্রাজিলিয়ানদের মনে তাই নিশ্চিতভাবেই জ্বলে উঠবে প্রতিশোধের আগুন।

কিন্তু জার্মানিকেও অবহেলা করার কোনও সুযোগ নেই। পূর্ণ শক্তির দল নিয়ে আসতে না পারলেও, তারা যথেষ্ট শক্তিশালী। ফাইনালে উঠার আগে নিজেদের সামর্থের প্রমাণ দেখিয়েছে তারা।

সব মিলিয়ে রিও অলিম্পিকের সোনার লড়াইটা হতে যাচ্ছে দুই সেয়ানার যুদ্ধ। যেখানে একদিকে লাতিন ফুটবলের কাব্যিক ছন্দের প্রতিদ্বন্দ্বী জার্মানদের ‘ফাস্ট’ ফুটবল। জয় শেষ পর্যন্ত যাদেরই হোক, ম্যাচটি যে উপভোগ্য হয়ে উঠবে, সেটা আশা করাই যায়।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে